উত্তরদিনাজপুর

ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব মেটাতে কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

গ্রীষ্মকালীন সময়ে প্রতি বছর রাজ্যের প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দেয়। সেই অভাব মেটাতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছা সেবী সংস্থা, ক্লাব রক্তদান শিবিরে এগিয়ে আসে। সেই মতো এদিন রক্তদান শিবিরের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা। এদিনের কালিয়াগঞ্জ পুর এলাকার ১৭ টি ওয়ার্ডের মহিলা ও পুরুষরা এই রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেন। উদ্যক্তাদের কাছ থেকে জানা যায়, এদিন প্রায় তিন শতাধিক রক্তদাতা রক্তদান করেন। 

এবিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিক পাল জানান, জেলা ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে প্রতিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবারে তাদের আশা গতবারের চেয়েও এবার বেশি পরিমাণে রক্তদান হবে। কারণ রক্তদানের মধ্য দিয়ে অপর এক মমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে তারা এই মহান কাজ করে থাকেন বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/EUVdpJ7e81Y